বোর্ড চ্যালেঞ্জ এর খাতা কিভাবে দেখা হয় বা মূল্যায়ন করা হয়
শিক্ষা বিডিঃ বোর্ড চ্যালেঞ্জ এর খাতা কিভাবে দেখা হয় বা মূল্যায়ন করা হয় এ বিষয়ে অনেকে জানেন না। অনেকে মনে করেন হয়তো খাতা পুনরায় দেখা হয়। কিন্তু না এ বিষয়ে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এক সভায় এর ব্যাখ্যা দেন। নীচে উক্ত বক্তব্য হুবহু কপি করে দেয়া হলোঃ
"এই যে ফলাফল যে পরিবর্তন হলো। তার মানে হচ্ছে ফলাফল আগে ঠিক হয় নি, তাই না? এটি একেবারেই অপ্রত্যাশিত। কোন ভাবেই এই ভুল গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনারা নিশ্চয়ই একটি বিষয়ে অবগত আছেন, যখন (খাতা) পুনর্মূল্যায়ন তখন কিন্তু খাতা পুনর্মূল্যায়ন হয় না। তখন শুধুমাত্র পরীক্ষক যে নাম্বার দিয়েছে শুধুমামাত্র সে নাম্বার যোগ করে দেখা হয় কোন যোগফল ভুল হয়েছে কিনা। অর্থাৎ আপনি এমন একটি উদাহরণ দিলেন, কেউ পাশ করেনি পরে জিপিএ ৫ পেয়েছে বললেন। তারমানে সেখানে এই যোগফলে ভুল হয়েছে কিন্ত পরীক্ষক খাতা ঠিকই দেখেছে, নম্বর ঠিকই দিয়েছে। আমরা চাই এই যোগফলটিতে বা কেন ভুল হবে এটি হওয়া উচিৎ না।"