চট্টগ্রামে নির্মিত ১২৪ টি কামান বিশিষ্ট অটোমান নেভীর যুদ্ধজাহাজ
শিক্ষা বিডিঃ চট্টগ্রামে নির্মিত ১২৪ টি কামান বিশিষ্ট অটোমান (উসমানীয়) নেভীর যুদ্ধজাহাজ। বাংলা ছিল পঞ্চদশ শতাব্দীর শীর্ষ জাহাজ নির্মাণ কেন্দ্র। বাংলার এখানে নির্মিত সেসময়কার অটোমান নেভীর একটি জাহাজের মডেল প্রদর্শিত হচ্ছে।
অটোমান বা উসমানীয় নেভীর এডমিরাল কামাল রেইস ১৪৯৫ সালে জাহাজটিকে অটোমান নেভীর ফ্ল্যাগশিপ হিসেবে ব্যবহার করেছিলেন। ৪ মাস্তুল বিশিষ্ট জাহাজটিতে ৭০০ জন নাবিক থাকতো। শুধুই এটাই নয় আরো ছোটোবড়ো বহু জাহাজ বানিয়ে নিয়ে গিয়েছে এখান থেকে। চট্টগ্রামের বহু মিস্ত্রির বংশধর এটা স্বীকার করছে।
বাংলার জাহাজ নির্মাণ শিল্প তখন অসাধারণ ছিল বলে অটোমানরা প্রায় ৫০০০ কিলোমিটার দূরের চট্টগ্রাম বন্দরে বানানো জাহাজ কিনে নিয়ে যেত। প্রায় ৫০০ বছর আগে তারা এত দূরের চট্টগ্রাম বন্দরের জাহাজের জন্য মুখিয়ে থাকতো। ইতিহাসের দিকে তাকালে বুঝা যায় তখনকার বাংলার জাহাজ নির্মাণ শিল্প ঐযুগে কতটা অ্যাডভান্সড ছিল।
তখনকার সময় বাংলা অনেক সমৃদ্ধ ছিল; বাংলার জিডিপি ছিল পুরো বিশ্বের ১২% তখন পুরো ইউরোপের দেশ গুলোর জিডিপি এত ছিল না। এর জন্যই মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর সাহ বাংলাকে পৃথিবীর ভূসর্গ বলতেন।
.