প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নেয়া যায় যেভাবে

শিক্ষা বিডিঃ আমাদের জীবনের ধারা অব্যাহত রেখে এবং আরেকটু ভালোভাবে চলার জন্য বিদেশ যেতে হয়। যেহেতু বিদেশে যেতে মোটা অংকের টাকা প্রয়োজন তাই অনেক সময় আমাদের জমি বিক্রি কিংবা অনেক মুনাফায় লোন নিতে হয়। অনেকে দেখা যায় সেই লোনের মুনাফা পরিষোদ করতে গিয়ে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে যায়। সেদিক বিবেচনায় বাংলাদেশ সরকার আমাদের প্রবাসীদের জন্য সহজে লোন নেয়ার একটি বিশেষ ব্যবস্থা করেছেন। শুধু তাই নয় এই লোনের মোনাফা খুবুই কম। তাই আজকে আমরা এই লোন নেয়ার বিষয়ে জানানোর চেষ্টা করবো।



প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিতে হলে যা যা প্রয়োজনঃ

  • প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় ঋণের জন্য বা লোনের জন্য আবেদন করতে হবে।
  • প্রবাসী লোন বা ঋণ আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের রঙ্গিন ও স্পষ্ট ফটোকপি।
  • স্থায়ী ঠিকানা সংবলিত ইউনিয়ন বা পৌরসভা থেকে প্রদত্ত সনদ পত্র।
  • ৩ জন সাক্ষী ২ জন চাকরিজীবি বা ব্যবসায়ী গ্যারান্টর থাকতে হবে।
  • সাক্ষীগণের নাগরিগ সনদ ও ছবি।
  • ভিসার কপি।
  • মেনপাওয়ার কপি।
  • বিমানের টিকেট।
  • একটি সরকারি ব্যাংকে (অগ্রণী ব্যাংক) একাউন্ট থাকতে হবে।
  • প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সার্টিফিকেট।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url